নড়াইলের লোহাগড়া উপজেলার জাতীয়তাবাদী বিএনপি সমমনা জোটের শীর্ষ নেতা এনপিপির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডঃ ফরিদুজ্জামান ফরহাদ স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (২২এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়ার সিএন্ডবি চৌরাস্তা মোড়ে তার নিজস্ব বাসভবনে বিএনপি, যুবদলও ছাত্রদল নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম আকরামুজ্জামান মিলু, নড়াইল জেলা বিএপির দপ্তর সস্পাদক টিপু সুলতান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সস্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ছালেয়া বেগম, এনপিপির উপদেষ্টা পরিষদের সদস্য কাজি শওকত আলী, লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম শাহিন বিপ্লব, এনপিপির লোহাগড়া উপজেলা কমিটির সাধারণ সস্পাদক বদিউজ্জামান প্রমুখ।