রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার তালপট্টি কলোনীতে স্ত্রীর সাথে অভিমান করে গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে স্বামী।
সোমবার (২৪ই এপ্রিল) সকাল সাড়ে ৬টায় কাপ্তাই শিল্প এলাকার নিজ বাসা হতে স্ত্রীর ওড়না পেঁচানো একটি লাশ উদ্বার করেছে পুলিশ। আত্মহত্যাকারী এম এচ বেলাল(৩৬) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পদে ছিল বলে জানা যায়।
বর্তমানে সে বিএফআইডিসির একজন অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিল। বেলাল কাপ্তাইয়ের ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আবুল খায়েরের ছেলে। এলাকা সুত্রে জানা যায়, দীর্ঘ ৫ মাস পূর্বে প্রবাসীর এক স্ত্রীকে বেলাল বিবাহ করে। পরে উক্ত প্রবাসী দেশে ফিরে তার কন্যা ও স্বর্ণ অলংকার নিয়ে যায়। এর কিছুদি পূর্বে স্ত্রী লিপি আক্তার বেলালকে ছেড়ে অন্যত্র চলে যায়। বেলাল স্ত্রীকে না পেয়ে গত ১৫ই এপ্রিল কাপ্তাই থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। রবিবার রাতে বেলাল প্রচণ্ড মদ্যপান করে স্ত্রীর সাথে অভিমান করে ওড়না পেঁচিয়ে ঘরের সিলিংয়ের সাথে আত্মহত্যা করে বলে জানা যায়। কাপ্তাই সংরক্ষিত ইউপি সদস্য সেলিনা আক্তার পারভিন জানান, স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণে এই ঘটনা হয়েছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, আমরা গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্বার করছি। তবে সে কোন না কোন কলহের কারনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ সুরতহাল শেষে পোস্ট মর্টানের জন্য রাঙ্গামাটির হাসপাতালে নেওয়া হয়েছে।