পিরোজপুরে কাউখালী উপজেলা সদরের ফায়ার সার্ভিস-সংলগ্ন বাসুরি গ্রামের অমল মাঝির বসত ঘর শনিবার (২৯ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী অনুমান করেন। বাশুরি গ্রামের ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট জানান, অগ্নিকাণ্ড অমল মাঝির কাঠের ঘরসহ একটি মোটরসাইকেল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয় কাউখালী উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার খলিলুর রহমান জানান, শুষ্ক আবহাওয়ার কারণে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে । কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।