২৪ ঘন্টায় মেহেরপুরের গাংনীর নওয়াপাড়া ও বাওট নামক স্থানে অগ্নীকান্ডে নগদ টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক সটসার্কিট ও চুলার আগুন থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বামুন্দি ফায়ার সার্ভিসের টিম লিডার স্টেশন অফিসার মো. ইছাহাক আলী বিশ্বাস জানান, শনিবার গভীর রাতে গাংনীর নওপাড়া বাজারের একটি গুদামে অগ্নীকান্ডের খবর দেন কয়েকজন ব্যবসায়ি ও নৈশ্য প্রহরী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আজ রবিবার দুপর পর্যন্ত স্থানীয়দের সহায়তায় আগুণ নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিন্দা গ্রামের খোকন জানান, তিনি দেলোয়ার হোসেনের একটি গুদাম ভাড়া নিয়ে পাট এবং আমাকে ব্যবসা করছিলেন। গুদামে ৬ হাজার কেজি তামাক ও ৯শ মন পাট মজুদ করা ছিল। এ অগ্নীকান্ডে- অন্ততঃ ৪০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে দাবী করেছেন তিনি।
অপরদিকে রবিবার দুপুরে বাওট গ্রামের আব্দুল গাফ্ফারের বাড়িতে অগ্নকান্ডের তিনটি ঘর নগদ টাকা ও অন্যান্য মালামালসহ অন্ততঃ ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রান্না ঘরের চুলার আগুন থেকে এ আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।
আব্দুল গাফ্ফার জানান, তার স্ত্রী রান্না করে ঘরে আসে। পরে ওই চুলার আগুণ প্রথমে রান্না ঘরে ও পরে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে নগদ টাকা ও ঘরের মালামালসহ অন্ততঃ ১৫ লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।