চুয়াডাঙ্গার জীবননগরে খাট থেকে পড়ে সোলাইমান মÐল নামে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান মÐল একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
সোলাইমানের দাদা ফজলুর রহমান বলেন, দুপুরে খাওয়ার পর ঘরের মধ্যে সোলাইমানকে সঙ্গে নিয়ে খাটের ওপর ঘুমিয়ে ছিলেন তিনি। ঘুমের মধ্যে খাটের ওপর থেকে ঘরের মেঝেতে পড়ে মাথায় আঘাত পায় সোলাইমান।
পরিবারের লোকজন শিশুটিকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। শিশুটির আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ৫টার দিকে মারা যায় শিশুপুত্র সোলাইমান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, সোলাইমান নামের ৪ মাস বয়সী এক শিশুপুত্র ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে মারা গেছে শুনেছি। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নিয়েছি।