“তথ্য থেকে বাস্তবেঃসকল মিডওয়াইফ এক সাথে” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। দিবসটি পালনে শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ আহাদুজ্জামান সজীব, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মেরী মর্জিনা, নার্সিং সুপারভাইজার জুলেখা দাস, মিডওয়াইফ সিমু আক্তার, সেলিনা আক্তার ও ফারজানা তাবাসসুম।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ বলেন, বাসায় নরমাল ডেলিভারি হবার পর প্রচুর রক্তক্ষরণ হয়ে একদম মুমূর্ষু অবস্থায় অনেক মা হাসপাতালে আসেন। এতে মায়ের মৃত্যুর সম্ভাবনা থাকে। মায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে পেইন উঠলেই প্রসূতি মাকে হাসপাতালে নিয়ে আসুন ও অপরকে উৎসাহিত করুন। ২০২২ইং সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বালিয়াডাঙ্গীতে নরমাল ডেলিভারির সংখ্যা ৫৩৪, ঘটেনি কোন মাতৃমৃত্যুর ঘটনা। সচেতনতাই মূল, নিজে প্রাতিষ্ঠানিক সেবা নিন। অপরকেও উৎসাহিত করুন, মাতৃমৃত্যু ও নবজাতকের মূত্যর হার কমিয়ে এসডিজি লক্ষ্য অর্জনে এগিয়ে আসুন।
এছাড়াও সকল মিডওয়াইফারি ও সেচ্ছাসেবীরা র্যালিতে অংশ নেন। প্রতি বছর র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।