পিরোজপুরের কাউখালীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। রবিবার (৭ মে) সকালে কাউখালী নৈকাঠী মহাসড়কে কাউখালীর জয়কুল স্টিল ব্রিজে অটো চালক আনোয়ারের ছেলে মাইনুল ট্রলির ধাক্কায় নিহত।
খোঁজ নিয়ে ঘটনা ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাইনুল ইট বোজাই টমটম ও মটর সাইকেল মুখামুখি সংঘের্ষে গুরতর জখম হলে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেওয়ার পরে মৃত্যু বরন করেন ।