মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা যে বীর নিবাস গড়ে দিচ্ছেন, তা মানসম্পন্ন এবং সুন্দরভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাসের কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম রবিবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে নির্মাণাধীন বীর নীবাস পরিদর্শন কালে একথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এ সময় বীর নিবাসের বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সাথে কথা বলেন। এসময় মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রনি খাতুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ উপস্থিাত ছিলেন।