পার্বত্য অঞ্চলের রুপের রানী খ্যাত পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে পৌরসভার উদ্যোগে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (৭ই মে) প্রথম পর্যায়ে দুপুর ১২ টা থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পৌরসভা পর্যন্ত এই অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের এনডিসি ও পৌরসভা মূখ্য নির্বাহী কর্মকর্তা মো: এনামুল হাসান, পৌরসভা কাউন্সিলর মো: জামাল উদ্দিন, পুলিশসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ শহরকে যানজটমুক্ত রাখতে পৌরসভার পক্ষ থেকে আজ থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। পর্যাযক্রমে শহরের প্রতিটি এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র।
উচ্ছেদ অভিযানকালে শহরে রাস্তার পাশে থাকা দোকানীদের সতর্ক করাসহ রাস্তার পাশে বিভিন্ন মালামাল, ঠেলাগাড়িসহ অবৈধভাবে থাকা অন্যান্য জিনিসপত্রগুলো পৌরসভার পক্ষ থেকে তুলে নিয়ে যায় কর্তৃপক্ষ।
এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র রাস্তায় পার্কিংয়ে থাকা সিএনজি অটোরিক্সাকে সরিয়ে দেয়া হয় এবং তাদেরকে নির্দিষ্ট স্থানে পার্কিং করতে নির্দেশনা প্রদান করা হয়।