আগামী ১৫ মে থেকে মেহেরপুরে আম সংগ্রহ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত চলবে আম সংগ্রহ। সভায় বিষাক্ত কেমিক্যাল মেশানো, অপরিপক্ক আম বাজারজাত করণসহ যেকোনো প্রকার অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এর কথা জানানো হয়। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনিটরিং সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। জেলার আম বাগান মালিক ব্যবসায়ী ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন প্রকারের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ১৫ মে থেকে আটি ও বোম্বাই আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে আম ভাঙ্গার তারিখ আরও এগিয়ে নেওয়ার দাবি রাখেন ব্যবসায়ীরা। বিষয়টি বিবেচনায় রেখে কৃষি কর্মকর্তা, বাগান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির পরামর্শ মোতাবেক পরবর্তীতে আম সংগ্রহের তারিখ পরিবর্তিত হতে পারে বলে জানান জেলা প্রশাসক।