রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা বিজিবি ৪১ ব্যাটালিয়ন কর্তৃক অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টার সময় ওয়াগ্গা বিজিবি কার্যালয়ে কর্ণফুলী ডিগ্রী কলেজের ৫ জন অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান প্রদান করা হয়।
এই আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ এএসসি। এসময় বিজিবি দায়িত্ন প্রাপ্ত অফিসার, কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, প্রভাষক শ্যামলী দাস ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন।
লেঃ কর্ণেল সাব্বির আহমেদ জানান, তোমরা মনযোগ দিয়ে পড়ালেখা করে একসময় দেশের উন্নয়নে কাজ করবে।তিনি আগামিতে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার আশ্বাস প্রদান করেন।