রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৯ মে) বিকাল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। এসময় উপজেলা পরিষদের চত্বর থেক একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে লাল ফিতা কেট মেলার উদ্বোধন করা হয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ৩নং হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, ৮নং নন্দুয়ার চেয়ারম্যান আব্দুল বারী, মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবুর রহমান উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কৃষাণ-কৃষাণী, সার-বীজ ব্যবসায়ী, কীটনাশক কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলামের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। এসময় তিনি বিভিন্ন কন্দাল ফসলের চাষাবাদ ও তার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে কৃষিক্ষেত্রে সরকারের বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নের কথা তুলে ধরেন।

এছাড়াও মেলায় ১৬টি স্টলে কন্দাল জাতীয় ফসল সহ বিভিন্ন ধরনের গাছ ও ফসলের প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আয়োজকের পক্ষ থেকে মেলায় ঘুরে স্টল প্রদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন কন্দাল ফসল সহ অন্যান্য সকল ফসলের প্রতি বেসিক ধারণা গ্রহণ করার জন্য সকলকে মেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।

রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী এ মেলা চলবে চলতি মাসের আগামী ১১ তারিখ পর্যন্ত।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৯ মে) বিকাল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। এসময় উপজেলা পরিষদের চত্বর থেক একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে লাল ফিতা কেট মেলার উদ্বোধন করা হয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ৩নং হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, ৮নং নন্দুয়ার চেয়ারম্যান আব্দুল বারী, মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবুর রহমান উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কৃষাণ-কৃষাণী, সার-বীজ ব্যবসায়ী, কীটনাশক কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলামের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। এসময় তিনি বিভিন্ন কন্দাল ফসলের চাষাবাদ ও তার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে কৃষিক্ষেত্রে সরকারের বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নের কথা তুলে ধরেন।

এছাড়াও মেলায় ১৬টি স্টলে কন্দাল জাতীয় ফসল সহ বিভিন্ন ধরনের গাছ ও ফসলের প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আয়োজকের পক্ষ থেকে মেলায় ঘুরে স্টল প্রদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন কন্দাল ফসল সহ অন্যান্য সকল ফসলের প্রতি বেসিক ধারণা গ্রহণ করার জন্য সকলকে মেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।

রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী এ মেলা চলবে চলতি মাসের আগামী ১১ তারিখ পর্যন্ত।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত