বাংলাদেশের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা বিপর্যয়ে পড়লেও সে বিপর্যয় কাটিয়ে ওঠে আয়ারল্যান্ড। স্বাগতিকরা যখন ম্যাচে ফেরার লড়াই করছেতখন চেমসফোর্ডের আকশে মেঘের আগমন। কয়েক মিনিটের মধ্যেই সেটা বৃষ্টি হয়ে ঝরেছে।
এরফলে ১৭তম ওভারের তৃতীয় বলের পর খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিতে খেলা বন্ধ। এর আগে ১৬ ওভার ৩ বল শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৫ রান। টাকার উইকেটে আছেন ২ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার ট্যাক্টরের সংগ্রহ ২১ রান।
এর আগে চেমসফোর্ডে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। ৬১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার লিটল।
বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোর : ৫০ ওভারে ২৪৬/৯ (লিটন ০, তামিম ইকবাল ১৪, সাকিব ২০, নাজমুল হোসেন ৪৪, তাওহীদ হৃদয় ২৭, মেহেদী হাসান মিরাজ ২৭, মুশফিকুর রহিম ৬১, তাইজুল ইসলাম ১৪, শরিফুল ইসলাম ১৬, হাসান মাহমুদ ৪* ও এবাদত ১*।