অনাবৃষ্টি ও দাবদাহ দেখা দিয়েছে দেশের সর্বত্র। টানা খরায় পুড়ছে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও সহ বিভিন্ন অঞ্চলও। বৃষ্টির জন্য হাহাকার হয়ে পড়েছে, তাই বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসা মাঠে মুসল্লিরা মহান রাব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য সাহায্য চেয়ে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিস্কার) ও দোয়া করেন।
১৩ই মে (শনিবার) সকাল সাড়ে ৯টায় নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য প্রায় ৬শতাধিক মুসল্লিদের নিয়ে দুই হাত তুলে মোনাজাত পরিচালনা করেন, উপজেলার মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াকুব আলী । এসময় তিনি বলেন,দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানি আল্লাহ পাক সালাতের মাধ্যমে চাইতে বলেছেন।আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিস্কার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
উল্লেখ্য, তীব্র খরা আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে ঠাকুরগাঁও জেলা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা।