র্যাবের অভিযানে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ আহম্মেদ (৩২) কে হত্যার ঘটনায় সিয়াম (২০) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার মালগ্রাম কসাইপাড়া এলাকার মো. মঞ্জু কসাইয়ের ছেলে সিয়াম (২০)।
সোমবার (১৫ মে) রাতে র্যাবের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত মঙ্গলবার (৯ মে) রাত সাড়ে ৮ টার দিকে শহরের মালগ্রাম বেলতলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা নাহিদ আহম্মেদকে কুপিয়ে হত্যা করেন। নাহিদ ওই এলাকার মাছ ব্যবসায়ী ঝন্টু শেখের ছেলে। নাহিদ শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখায় কর্মরত ছিলেন।
এ হত্যাকান্ডের ঘটনার পরপরই নিহত নাহিদের বাবা ঝন্টু ব্যাপারি বাদী হয়ে নামীয় ও অজ্ঞাত ১৮ জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় সিয়াম ১০ নম্বর আসামি। এর আগে গত ৯ মে রাতে এই হত্যা মামলার ৯ নম্বর আসামি ইমন (২৮)কে গ্রেফতার করেছে র্যাব।
এ বিষয়ে র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার মোঃ নজরুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় পাঠানো হয়েছে।