গাংনীতে বন্ধুর বাড়িতে চিরকুট লিখে আত্মহত্যা

গাংনীতে বন্ধুর বাড়িতে চিরকুট লিখে আত্মহত্যা
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে বন্ধুর বাড়িতে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাজ্জাদ হোসেন (২১) নামের এক যুবক । বৃহস্পতিবার (১৮মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের রিফিউজি পাড়ার শাহিন আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলো। গত বুধবার (১৭ মে) ছুটিতে এসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে তার শ্বশুরবাড়ি যায়। সেখানে গিয়ে সাজ্জাদ জানতে পারে স্ত্রী তাকে তালাক দিয়েছে।পরে ঐ গ্রামেরই পূর্বপাড়ার বন্ধু পারভেজকে(২২) বিষয়টি খুলে বলে। পরে সাজ্জাদ রাতে বাড়িতে না গিয়ে পারভেজের বাড়িতেই অবস্থান করে। রাতে খাওয়া শেষে দুই বন্ধু পৃথকা রুমে ঘুমোতে যাই। সকালে সাজ্জাদের কোন সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে সাজ্জাদকে ঝুলন্ত দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো জানান, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এমন একটু চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গাংনীতে বন্ধুর বাড়িতে চিরকুট লিখে আত্মহত্যা

গাংনীতে বন্ধুর বাড়িতে চিরকুট লিখে আত্মহত্যা
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে বন্ধুর বাড়িতে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাজ্জাদ হোসেন (২১) নামের এক যুবক । বৃহস্পতিবার (১৮মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের রিফিউজি পাড়ার শাহিন আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলো। গত বুধবার (১৭ মে) ছুটিতে এসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে তার শ্বশুরবাড়ি যায়। সেখানে গিয়ে সাজ্জাদ জানতে পারে স্ত্রী তাকে তালাক দিয়েছে।পরে ঐ গ্রামেরই পূর্বপাড়ার বন্ধু পারভেজকে(২২) বিষয়টি খুলে বলে। পরে সাজ্জাদ রাতে বাড়িতে না গিয়ে পারভেজের বাড়িতেই অবস্থান করে। রাতে খাওয়া শেষে দুই বন্ধু পৃথকা রুমে ঘুমোতে যাই। সকালে সাজ্জাদের কোন সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে সাজ্জাদকে ঝুলন্ত দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো জানান, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এমন একটু চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত