খুলনায় ডাকাতির লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ১
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লবণচরা থানার অভিযানে ডাকাতির লুন্ঠিত স্বর্ণালঙ্কার, মোবাইল ও ব্যাগ উদ্ধারপূর্বক একজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার কেএমপি সূত্রে জানা গেছে, কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে গল্লামারী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির লুন্ঠনের স্বর্ণালঙ্কার, মোবাইল ও ব্যাগ উদ্ধারসহ আসামী সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মিরাজ@স্পিকার মিরাজ(৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

ডাকাতির লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ১