জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন কমিনিটি ক্লিনিক জাতির পিতা শেখ মুজিবরের স্বপ্ন । বাংলাদেশের প্রতন্ত গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা পায় সেই লক্ষে বঙ্গবন্ধু সরকার কমিনিটি ক্লিনিকের উদ্যোগ নিয়েছিলেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সেই সপ্ন বাস্তবায়ন করেছিলেন। তিনি ৫৮ হাজার কমিনিটি ক্লিনিক খুলেছিলেন। ২০০১ সালে এসে বি এন পি জোট সরকার সব ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আজ সোমবার দুপুরে মুজিবনগর হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন ২০২৩সালে মুজিবনগর চেকপোষ্ট চালু হবে । তিন দিন আগে মুজিবনগরের ওপারে ভারতের হৃদয়পুরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এসেছিলেন। ওপারে চেকপোস্টের রাস্তার কাজ পর্যবেক্ষন করেছেন । ভারতের সাথে মুজিবনগর ও বাংলাদেশের ঐতহাসিক সম্পর্ক সে কারনে এই চেকপোস্টটি খুব গুরুত্বপূর্ণ ।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম , সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা , সাধারন সম্পাদক আবুল কালাম, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়য়ুব হোসেন ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।