আমরা বর্তমান সময়ে ২০২২ সালের একদম শেষ পর্যায়ে আছি, তো চলুন আমরা একটু ফিরে যাওয়ার চেষ্টা করি ২০২২ সালের প্রথম দিকে এবং জানার চেষ্টা করি এ বছরে ঘটে যাওয়া সবচাইতে আলোচিত ঘটনা গুলোর সম্পর্কে।
১। ২৫ জুন ২০২২ বাংলাদেশের অহংকার ও সক্ষমতা এবং সেই সাথে গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২। পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক করেন বাইজিদ তালহা নামে একটি ছেলে, এবং পরবর্তীতে রাজধানী শান্তিনগর থেকে বাইজিদকে গ্রেফতার করা হয়। তিনি সেতুতে উঠে কোন এক ফাঁকে পদ্মা সেতুর নাট বল্টু খুলে ভিডিও করেন বাইজিদ। যেটা শেষ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।
৩। স্কুলের ইউনিফর্ম পরা নবম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক প্রকাশের টিকটক করাতে বাধ্য করেছিলেন টাঙ্গাইলের সখিপুরের নলুয়া বাসেত খান উচ্চ বিদ্যালয় এর নিরাপত্তা কর্মী আরিফ খান।
৪। এ বছরে ই গুগল, টুইটার, ফেসবুকসহ, সিলিকন ভ্যালিতে কর্মী ছাঁটাই শুরু হয় ইলন মার্কস টুইটার কেনার পরপরই ৩৭০০ কর্মী ছাঁটাই করেন রাতারাতি। এবং তার কিছুদিন আগেই ফেসবুক প্রায় ১২ হাজার কর্মী ছাটাই করেছিল এবং এই একই পথে এখন বিশ্বের সবচাইতে বড় টেক জায়ান্ট গুগল ও হাঁটছে। একসঙ্গে এসব বড় বড় কোম্পানির এভাবে কর্মী ছাঁটাই করায় ব্যাপক তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়ায়
৫। গাইবান্ধার সিদ্দিক নামে এক চোর, আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন। এরকম একটি ডায়লগ দিয়ে সমালোচনায় আসে এবং সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়।
৬। এইতো কিছুদিন আগে অপহরণের পর মাত্র পাঁচ বছর বয়সী শিশুকে ৫ টুকরা করে কেটে নদীতে ফেলে দিয়েছিলেন। পুলিশ হত্যাকারী কে গ্রেফতার করার পর জানা যায় সে ক্রাইম পেট্রোল দেখে এই খুন করার কৌশল শিখেছে।
৭। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিত পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম তিনি, বেসুরের গলায় রবীন্দ্র সংগীত গেয়ে তুমুল সমালোচনা এসেছিলো। তুমুল সমালোচিত এর মুখে পড়ার পরেও নতুন নতুন গান নিয়ে হাজির হয়েই যাচ্ছিলেন হিরো আলম।
৮। বগুড়ার ঘাটে হঠাৎ করে উধাও হয়ে গেছিল এক পুকুর পানি, নেই কোন মাছ, অথচ তার একদিন আগেও গলা সমান পানি ছিল বগুড়া কাহাল উপজেলার পাইকর ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিমপাড়া গ্রামের পুকুরটিতে। যেটা সত্যি একটি অলৌকিক ঘটনার মধ্যে একটি ছিল।
৯। ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ বিপুল পরিমাণ অর্থ খরচ করে এবারের কাতার বিশ্বকাপে যেসব প্রযুক্তি সংযোজন করেছে তা ফুটবল বিশ্ব এর আগে কখনো দেখেনি। অফসাইডের ক্ষেত্রে সবচাইতে নিখুঁত এবং দ্রুততম সময় সিদ্ধান্ত দেয়ার জন্য কাতার বিশ্বকাপে আনা হয়েছে সেমি অটোমেটেড প্রযুক্তি।
১০। একইসঙ্গে সন্তানের ছবিসহ পোস্ট করে শাকিব বুবলি বলেন তাদের দুই বছর আগেই বিয়ে হয়ে গেছে এবং শাহজাদ খানবির শাকিব খান এবং আমার সন্তান। এবং এই শাকিব খান আর বুবলি টপিক নিয়ে গোটা সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল।