বরগুনা আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর চৌকিদার (২৬) নামে একজনকে হেরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২জুন) সন্ধ্যা ৭ টার দিকে আমতলী পৌরসভার ছুরিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর চৌকিদার পৌরসভার ৩ নং ওয়ার্ডের খোন্তাকাটা এলাকার মোঃ আলকাছ চৌকিদারের ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই মোঃ বশির আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ড ছুরিকাটা এলাকা থেকে মিজানুর রহমানকে ১৭ পুরিয়া অবৈধ মাদক হেরোইনসহ তাকে আটক করি। আটককৃত মিজানুর থেকে জব্দ করা ৩.৭০ গ্রাম ১৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য অনুমান সতেরো হাজার টাকা।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় মিজানুর রহমান চৌকিদারের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।