পঞ্চগড়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পঞ্চগড় জেলার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ জুন (সোমবার) সকাল ১১ ঘটিকায় বোদা ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক একেএম ফরহাদ হোসেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ডিবিডি) পঞ্চগড় জেলার সহ-সভাপতি মো: সোলায়মান আলী, ট্রেজারার মো: ফেরদৌস ইসলাম, প্রজেক্ট অফিসার মো: নিহাত ইসলামসহ ভিবিডি পঞ্চগড় জেলার সদস্যরা।
প্রথমে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দরা।
এছাড়া বক্তব্য রাখেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি) পঞ্চগড় জেলার সহ-সভাপতি মোঃ সোলায়মান আলী।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।