পটুয়াখালীতে জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত সহায়ক কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ সামগ্রিকভাবে দাপ্তরিক কাজের মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ এস, এম, এরশাদুল আলমের সভাপতিত্বে কর্মশালার প্রশিক্ষণ সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী জজ জনাব খান আল-আমীন মাহমুদ। দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় পটুয়াখালী আদালতের বিভিন্ন কর্মকর্তা–কর্মচারীগণ অংশ নেন।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকগন কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেন এবং প্রশিক্ষণ প্রদান শেষে মূল্যায়নের মাধ্যমে কর্মচারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।