সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবি নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। ৩৫, ৩৫ স্লোগানে উত্যপ্ত শাহবাগ। চারপাশ আন্দোলনকারীদের দখলে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
আজ শনিবার (১০ জুন) দুপুরে শাহবাগে এ চিত্র দেখা যায়।
এর আগে শুক্রবার (৯ জুন) আয়োজকরা জানান, আগেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করাসহ বিভিন্ন দাবিতে নানা সময়ে আন্দোলনের মাঠে ছিলেন শিক্ষার্থী ও চাকরি-প্রার্থীরা। এসব আন্দোলন ও দাবি এবং আশ্বাস পুলিশি বাধাসহ নানা কারণে ভেস্তে গেছে। শিক্ষার্থীদের আন্দোলনে এমন ঘটনা ঘটে রাজধানীর বিভিন্ন স্থানে, নানা সময়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও এসব আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে সরকার দল সমর্থিত ছাত্র সংগঠন ও দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শাহবাগ প্রজন্ম চত্বরে শিক্ষার্থী সমাবেশ ও প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার এ আয়োজনে ১০ হাজারের মতো শিক্ষার্থী ও চাকরি প্রার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা।