যশোর জেনারেল হাসপাতালে হবে বিদ্যুতের সাব স্টেশন: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

,
যশোর জেনারেল হাসপাতালে হবে বিদ্যুতের সাব স্টেশন: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের নির্মাণ কাজের ভিক্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। পরে তিনি হাসপাতালে দায়িত্বরত স্বেচ্ছাসেবিদের পোশাক ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এ সময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য খাতে নানা ধরণের উন্নয়ন এখন দৃশ্যমান। তিনি আরও বলেন, লোডশেডিংয়ের কবলে পড়ে রোগীদের কষ্ট পাওয়া খুবই দুঃখজনক। রোগীদের কথা বিবেচনা করে এই হাসপাতালে খুব শিগগির বিদ্যুতের সাব স্টেশন স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন,যশোরবাসীর দীর্ঘদিনের দাবি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। দাবি বাস্তবায়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন। প্রসূতি মা ও বয়স্ক রোগীদের জন্য নতুন অ্যাম্বুলেন্সর দাবি পূরণ করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ। সঞ্চালনা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) যশোর জেলা শাখার সদস্য সচিব ডা. গোলাম মোতুর্জা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর মেডিকেল কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নূর কুতুবুল আলম, অধ্যাপক ডা.আবু হাসনাত মোহম্মদ আহসান হাবিব, বিএমএ যশোর শাখার সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডা. এমএ বাশার প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যশোর জেনারেল হাসপাতালে হবে বিদ্যুতের সাব স্টেশন: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোর জেনারেল হাসপাতালে হবে বিদ্যুতের সাব স্টেশন: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের নির্মাণ কাজের ভিক্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। পরে তিনি হাসপাতালে দায়িত্বরত স্বেচ্ছাসেবিদের পোশাক ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এ সময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য খাতে নানা ধরণের উন্নয়ন এখন দৃশ্যমান। তিনি আরও বলেন, লোডশেডিংয়ের কবলে পড়ে রোগীদের কষ্ট পাওয়া খুবই দুঃখজনক। রোগীদের কথা বিবেচনা করে এই হাসপাতালে খুব শিগগির বিদ্যুতের সাব স্টেশন স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন,যশোরবাসীর দীর্ঘদিনের দাবি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। দাবি বাস্তবায়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন। প্রসূতি মা ও বয়স্ক রোগীদের জন্য নতুন অ্যাম্বুলেন্সর দাবি পূরণ করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ। সঞ্চালনা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) যশোর জেলা শাখার সদস্য সচিব ডা. গোলাম মোতুর্জা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর মেডিকেল কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নূর কুতুবুল আলম, অধ্যাপক ডা.আবু হাসনাত মোহম্মদ আহসান হাবিব, বিএমএ যশোর শাখার সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডা. এমএ বাশার প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত