মেহেরপুরে ১৩৩ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও সাতজনকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১১ জুন) দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়।
হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পিপিএম, জেলা সমাজসেবা উপ-পরিচালক গোলাম রাব্বি প্রমুখ।