নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের অষ্টম সভায় কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির অনুমোদন দেয়।
ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরির নারী খেলোয়াড়রা মাসে ১ লাখ টাকা পাবেন। এছাড়া ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ওয়ানডেতে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৫০ হাজার করে পাবেন নারী ক্রিকেটাররা।
৭৭ জন প্রথম-শ্রেণীর ক্রিকেটারদের (পুরুষ) জন্যও ২০২৩ এর জন্য বেতন চুক্তি এবং বেতন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ‘এ’ দলের জন্য চার দিনের, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ ফি বাড়ানো হয়েছে।