বরগুনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্র মড়িচের গুড়াসহ মো. আকিব (১৬) কে আটক করেছে কোর্ট পুলিশ।
বুধবার (১৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর মারুফ আহমেদ।
আটক কিশোর মো. আকিব (১৬) বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ভোরা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তার কাছ থেকে তিনটি রামদা ও মড়িচের গুড়াসহ উদ্ধার করা হয়।
জানা যায়, আদালতে হাজিরা দিতে আসার সময় বুধবার সকালে সড়িষামুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ ও বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান শিপন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আটক হওয়া কিশোর সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ সমর্থক। এসময় কিশোর বাবা জয়নাল আবেদীনসহ তিনজন জখম হয়। বর্তমানে তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আদালত পুলিশের ইন্সপেক্টর মারুফ আহমেদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল আজ আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই সকাল থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। এসময় এক কিশোরের কাছ থেকে তিনটি রামদা ও মড়িচের গুড়াসহ উদ্ধার করা হয়। আটক হওয়া কিশোরকে বর্তমানে আদালত কারাগারে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।