কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫শ কেজি পলিথিন জব্দ করেছে প্রশাসন। এসময় ৩টি মামলাসহ জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার(১৯ জুন) দুপুরে উপজেলার বালুখালী তে অভিযান পরিচালনা করে এসব পলিথিনি জব্দ করেছে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) সালেহ আহমদ।
জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে এসব পলিথিনের ব্যবসা করে আসছে বালুখালীর জাফর আলমের ছেলে রশিদ আহমদ, মৃত ইয়াকুব আলির ছেলে আলি আকবর, মৃত আজিম উল্লাহর ছেলে আব্দুল হক সহ একটি শক্তিশালী সিন্ডিকেট।
উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক ফাইজুল কবির। এছাড়াও পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আজহারুল ইসলাম, উখিয়া থানার এসআই ওলিউর রহমান সহ অনেকে অভিযানে উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির খবরে অভিযান পরিচালনা করে ৫শ কেজি পলিথিন জব্দ ও ৩টি মামলায় ৯২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসা না করার জন্য সবাইকে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।”