কক্সবাজারের সদর উপজেলা থেকে আব্দুল আজিজ নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আজিজ কক্সবাজার শহরের দক্ষিন পাহাড়তলী এলাকার কেফায়েত উল্লাহর সন্তান।
শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলার খুরুস্কুলের মামুন পাড়া থেকে এই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
নিহতের স্বজনেরা জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জুন) সকালে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয় আজিজ। দিন পার হয়ে রাতে ফিরে না আসেনি আজিজ। পরে তার আসতে দেরি দেখে তাকে কল করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার (২৩ জুন) সকালে পুনরায় আজিজের মুঠোফোনে কল করা হলে, সদর থানার একজন কর্মকর্তা মরদেহ পাওয়ার খবরটি তাদের জানায়। খবর স্বজনেরা থানায় যায়।
স্বজনেরা আরো জানিয়েছে, অটোরিকশা ছিনিয়ে নিতেই এমন হত্যাকাণ্ড ঘটনা হতে পারে। কারন তার অটোরিকশা এখন আর পাওয়া যাচ্ছেনা। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে বলেও জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আরো জানান- “ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।”