নান্দাইলে প্রেমিকের সাথে অভিমানে বিষ পান করে হাসপাতালে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩জুন) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত প্রেমিকের নাম জুনায়েদ মিয়া (১৭)। সে উপজেলায় খারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল্লাহপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র। সে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে- নিহত প্রেমিক জুনায়েদের সাথে পার্শ্ববর্তী মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের এক তরুণীর (১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বৃহস্পতিবার ওই তরুণীর সাথে মনোমালিন্য হয় প্রেমিকের। পরে অভিমান করে দুপুর দুইটার দিকে পরিবারের অগোচরে বিষ পান করে। খোঁজ পেয়ে পরিবারের লোকজন জুনাইদ কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক জুনাইদের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, কাদিরপুর গ্রামের এক মেয়ের সাথে জুনাইদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির সাথে রাগ করে বিষপান করে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রতন মিয়া জানান, গতকাল ছেলেটি বিষ পান করেছিল আজ সকালের দিকে হাসপাতালে মারা গেছে। আমি এলাকার বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ কে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।