ঈদুল আজহা উপলক্ষে লোহাগড়ার কোটাকোল ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ১০ কেজি করে চাউল ( ভি,জি, এফ) ২৯৯ জন দরিদ্র, অসহায় গরীব লোক জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৭জুন) সকালে বরদিয়া বাজারে চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও কোটাকল ইউপি চেয়ারম্যান হাছান আল মামুদ,ট্যাগ অফিসার বিপ্লব সমাদ্দার, প্যানেল চেয়ারম্যান শাহানারা বেগম, ইউপি সচিব ইতু মনি,ইউপি সদস্য শেখ শাহ্ আলম, সদস্য কালাম মুন্সি, সদস্য বদরুল মুন্সি, সদস্য মারুফা বেগম, সদস্য হিরোক চৌধুরী,গ্রাম পুলিশ এবং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন।