নেত্রকোণায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন আটক

আব্দুর রহমান ঈশান জেলা প্রতিনিধি, নেত্রকোণা
নেত্রকোণায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন আটক

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দেশী অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার বারহাট্টা-আটপাড়া আঞ্চলিক সড়কের বৃকালিকা গ্রামের একটি সেতুতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান।

আটকরা হলেন- সদর উপজেলার কাইলাটি গ্রামের মো. ফারুক হোসেন, আশরাফুল জামান রাব্বি, নাজমুল হোসেন ইমন বাবু, ফুল মিয়া, সুমন মিয়া ও আহম্মদ আলী। তাদের সবার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কয়েকজন ডাকাত বৃকালিকা গ্রামের সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পাওয়া যায়। পরে বারহাট্টা থানার পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি আরও বলেন, এ সময় ছয়জনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ডাকাতি কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, টেপ, লাইলনের দড়ি, নেট, ২ হাজার ৭৪০ টাকা, অটোরিকশা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা ও জব্দ করা মালামাল বারহাট্টা থানা পুলিশের হেফাজতে আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নেত্রকোণায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন আটক

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নেত্রকোণায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন আটক

নেত্রকোণায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন আটক

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দেশী অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার বারহাট্টা-আটপাড়া আঞ্চলিক সড়কের বৃকালিকা গ্রামের একটি সেতুতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান।

আটকরা হলেন- সদর উপজেলার কাইলাটি গ্রামের মো. ফারুক হোসেন, আশরাফুল জামান রাব্বি, নাজমুল হোসেন ইমন বাবু, ফুল মিয়া, সুমন মিয়া ও আহম্মদ আলী। তাদের সবার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কয়েকজন ডাকাত বৃকালিকা গ্রামের সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পাওয়া যায়। পরে বারহাট্টা থানার পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি আরও বলেন, এ সময় ছয়জনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ডাকাতি কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, টেপ, লাইলনের দড়ি, নেট, ২ হাজার ৭৪০ টাকা, অটোরিকশা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা ও জব্দ করা মালামাল বারহাট্টা থানা পুলিশের হেফাজতে আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নেত্রকোণায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন আটক

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত