স্বরাষ্ট্রমন্ত্রী: মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী: মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে

মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কোনোভাবে সফল হতে পারছে না বাংলাদেশ। তৎপরতা বাড়ানো শর্তেও ভারত ও মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধ করা সম্ভব হয়ে উঠছে না। এই পরিস্থিতিতে মিয়ানমার সীমান্ত সুরক্ষিত করার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, “মাদক নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। মিয়ানমার সীমান্ত সুরক্ষিত করতে কাজ অব্যাহত রয়েছে। বিজিবিকে শক্তিশালী করা হয়েছে। সীমান্তে যোগাযোগের জন্য হেলিকপ্টার কিনে দিয়েছি।”

শনিবার (৮ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের ৬৫% মানুষ কর্মক্ষম শক্তির অংশ। এর মধ্যে অধিকাংশই যুব সমাজ। সেই যুব সমাজকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে দেশের অপূরণীয় ক্ষতি। যুব সমাজ যদি ভয়াবহ মাদকের ছোবলে আটকে যায় তাহলে দেশের উন্নয়নের পথ হারানোর সম্ভাবনা থেকে যায়।”

মন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় না দিয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অবলম্বন করে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা দেখেছি, জেলখানায় যারা রয়েছে তাদের প্রায় ৬০% মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী। তাদের অনেকের সাক্ষ্য-প্রমাণের অভাবে বিচার হচ্ছে না। এক থেকে দুই মাস পরে বের হয়ে আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এই জায়গায় যারা জনপ্রতিনিধি আছেন, আপনাদের কাজ করতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে।”

আসাদুজ্জামান খান বলেন, “আমরা চাই, নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা করতে। না হলে যে স্মার্ট বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি তা বাধাগ্রস্ত হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী: মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী: মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী: মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে

মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কোনোভাবে সফল হতে পারছে না বাংলাদেশ। তৎপরতা বাড়ানো শর্তেও ভারত ও মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধ করা সম্ভব হয়ে উঠছে না। এই পরিস্থিতিতে মিয়ানমার সীমান্ত সুরক্ষিত করার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, “মাদক নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। মিয়ানমার সীমান্ত সুরক্ষিত করতে কাজ অব্যাহত রয়েছে। বিজিবিকে শক্তিশালী করা হয়েছে। সীমান্তে যোগাযোগের জন্য হেলিকপ্টার কিনে দিয়েছি।”

শনিবার (৮ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের ৬৫% মানুষ কর্মক্ষম শক্তির অংশ। এর মধ্যে অধিকাংশই যুব সমাজ। সেই যুব সমাজকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে দেশের অপূরণীয় ক্ষতি। যুব সমাজ যদি ভয়াবহ মাদকের ছোবলে আটকে যায় তাহলে দেশের উন্নয়নের পথ হারানোর সম্ভাবনা থেকে যায়।”

মন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় না দিয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অবলম্বন করে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা দেখেছি, জেলখানায় যারা রয়েছে তাদের প্রায় ৬০% মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী। তাদের অনেকের সাক্ষ্য-প্রমাণের অভাবে বিচার হচ্ছে না। এক থেকে দুই মাস পরে বের হয়ে আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এই জায়গায় যারা জনপ্রতিনিধি আছেন, আপনাদের কাজ করতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে।”

আসাদুজ্জামান খান বলেন, “আমরা চাই, নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা করতে। না হলে যে স্মার্ট বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি তা বাধাগ্রস্ত হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী: মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত