ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে রেকর্ডসংখ্যক ৮৮৯ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৭৩ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৪৩ জনে।
সোমবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। গতকাল রবিবার ৮৩৬ জন আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ রেকর্ড। যা একদিন পরেই ভেঙে গেল।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৭৪ জন ঢাকার। অন্যান্য বিভাগের ৩১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ২৫৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই দুই হাজার ৮০ জন। বাকি এক হাজার ১৭৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
ষাটের দশকে দেশে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। তবে ২০০০ সালের পর থেকে রোগটি সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত পাঁচ বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজারের বেশি রোগী। এর বাইরেও যারা হাসপাতালে ভর্তি হননি- এমন সংখ্যাও নেহাত কম নয়।