রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় পুষ্টির কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে লীন প্রকল্পের আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউটট্রিশন (LEAN)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশনের -এর বাস্তবায়নে তিন দিনব্যাপী কর্মশালায় সমাপনী দিনে উপজেলা কনফারেন্স হল রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন লীন প্রকল্পের টেকনিক্যাল কো অর্ডিনেটর সৈনুমং মারমা ও ডায়না চাকমা।
উপজেলা সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃশারমিন খন্দকার, কৃষি অফিসার মোঃ শাহাদত হোসেন, শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সুনীল বরণ চাকমা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ।
অন্যদিকে জনপ্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ সচিব শান্তি বরণ তালুকদার, জুম ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী উদ্ভাষন চাকমা ও উপজেলা ফ্যাসিলিটেটর অসীম চাকমা প্রমূখ।
বৈঠকে বক্তারা বলেন, পার্বত্য এলাকায় মানুষ বেশি পুষ্টিহীনতায় রয়েছে, লক্ষ্যমাত্রা অর্জন এবং পুষ্টির ঘাটতি পূরণে সকল দপ্তরকে একযোগে কাজ করা,প্রকল্পের কার্যক্রম ও জনবল বৃদ্ধি, দ্ররিদ্রদের আইজিএ কার্যক্রমে সাপোর্ট,কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ কার্য্ক্রমে বেশি জোরদার, স্থানীয় মুরব্বিদের সম্পৃক্ত করা এবং মিডিয়ার ভুমিকা রাখাসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা হয়।
এছাড়াও মা ও শিশু, বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে ধারণা, নিয়মিত প্রশিক্ষণ এবং পুষ্টি বিষয়ক কার্যক্রম চলমান রাখার জন্য লীন ও সরকারের প্রতি জোর আহ্বান করা হয়।