ঘাটাইলে লক্ষিন্দর ইউনিয়নের ৩৫ বস্তা সরকারি চাল জব্দ

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
ঘাটাইলে লক্ষিন্দর ইউনিয়নের ৩৫ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের অস্থায়ী খাদ্য গুদাম থেকে অবৈধভাবে বিক্রয় হওয়া প্রায় ৩৫ বস্তা চাউল জব্দ করেছে স্থানীয় জনতা ।

বুধবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে ওই উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের গারোবাজার এলাকা থেকে চাউলগুলো জব্দ করা হয়।

এ সময় উপজেলার মাকড়াই এলাকার মৃত জোহায়ের আলীর ছেলে মুক্তার আলীকে আটক করা হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের অস্থায়ী খাদ্য গুদাম থেকে ৩৫ বস্তা সরকারি চাউল বের করে ওই উপজেলার মাকড়াই এলাকায় নেয়া হচ্ছিল । এমন খবর পেয়ে বিষয়টির স্থানীয়দের সন্দেহ হলে দুটি ব্যাটারী চালিত অটো মাকড়াই এলাকায় যাওয়ার রাস্তা থেকে আটক করে গারোবাজার নিয়ে আসে ।

পরে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ দুলাল আকন্দ ঘটনাস্থলে গিয়ে চাউল ও ক্রেতাসহ দুটি অটো জব্দ করেন। জানতে চাইলে তিনি বলেন, সরকারি চাউল কিনা তা জানি না। তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাকড়াই এলাকার চাউল ক্রেতা মুক্তার আলীর ভাষ্যমতে, মাকড়াই এলাকার সুভাস নামের এক ব্যক্তির ফোনে চাউল বিক্রির কথা জানতে পারি। পরে লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের সচিবের সাথে দেখা করে ৩৫ হাজার ৫শ টাকা দিই। দুইজন গ্রাম পুলিশের সহায়তায় পরিষদের ঘর থেকে ৩৫ বস্তা চাউল নেয়ার পথে স্থানীয় লোকজন ধরে।

জানতে চাইলে লক্ষ্মীন্দর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, এই চাউলের ব্যাপারে আমি কিছুই জানি না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমাকে হেয় করার জন্য রাজনৈতিক একটি বিরোধী পক্ষ ফাঁসানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত সাজানো নাটক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনাটি বিরোধী পক্ষ ঘটিয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে লক্ষিন্দর ইউনিয়নের ৩৫ বস্তা সরকারি চাল জব্দ

ঘাটাইলে লক্ষিন্দর ইউনিয়নের ৩৫ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের অস্থায়ী খাদ্য গুদাম থেকে অবৈধভাবে বিক্রয় হওয়া প্রায় ৩৫ বস্তা চাউল জব্দ করেছে স্থানীয় জনতা ।

বুধবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে ওই উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের গারোবাজার এলাকা থেকে চাউলগুলো জব্দ করা হয়।

এ সময় উপজেলার মাকড়াই এলাকার মৃত জোহায়ের আলীর ছেলে মুক্তার আলীকে আটক করা হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের অস্থায়ী খাদ্য গুদাম থেকে ৩৫ বস্তা সরকারি চাউল বের করে ওই উপজেলার মাকড়াই এলাকায় নেয়া হচ্ছিল । এমন খবর পেয়ে বিষয়টির স্থানীয়দের সন্দেহ হলে দুটি ব্যাটারী চালিত অটো মাকড়াই এলাকায় যাওয়ার রাস্তা থেকে আটক করে গারোবাজার নিয়ে আসে ।

পরে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ দুলাল আকন্দ ঘটনাস্থলে গিয়ে চাউল ও ক্রেতাসহ দুটি অটো জব্দ করেন। জানতে চাইলে তিনি বলেন, সরকারি চাউল কিনা তা জানি না। তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাকড়াই এলাকার চাউল ক্রেতা মুক্তার আলীর ভাষ্যমতে, মাকড়াই এলাকার সুভাস নামের এক ব্যক্তির ফোনে চাউল বিক্রির কথা জানতে পারি। পরে লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের সচিবের সাথে দেখা করে ৩৫ হাজার ৫শ টাকা দিই। দুইজন গ্রাম পুলিশের সহায়তায় পরিষদের ঘর থেকে ৩৫ বস্তা চাউল নেয়ার পথে স্থানীয় লোকজন ধরে।

জানতে চাইলে লক্ষ্মীন্দর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, এই চাউলের ব্যাপারে আমি কিছুই জানি না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমাকে হেয় করার জন্য রাজনৈতিক একটি বিরোধী পক্ষ ফাঁসানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত সাজানো নাটক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনাটি বিরোধী পক্ষ ঘটিয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত