রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ডাক বাংলা পাড়া অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ উঃ খেমাচারা মহাথের।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামসুল আলমসহ অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উঃ খেমাচারা মহাথের বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি এলাকায় শিক্ষার হার বৃদ্ধির লক্ষে নতুন নতুন দৃষ্টি নন্দন ভবন নির্মাণসহ বিদ্যালয়ে পড়ূয়া ছাত্র -ছাত্রীদের উপবৃত্তি প্রদান করে শিক্ষার্থীদের উৎসাহিত করে আসছে। তাই এটাকে মাথায় রেখে বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের উপস্থিতির হার বৃদ্ধির জন্য অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও সন্তানরা যেনো খারাপ দিকে চলে না যায় সেদিকে ভালোভাবে দেখভাল করতে হবে। কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ।