পিরোজপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৩৪

মো: নাঈম কাজী জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৩৪

মঙ্গলবার পিরোজপুরে জেলা বিএনপির পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়ায় তাদেরকে শহরে ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে যেতে দেওয়া হয়নি।

পরে নেতা কর্মীরা পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে ও শ্লোগান দেয়। একপর্যায়ে পুলিশ তাদের ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তি হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এসময় পুলিশ বিএনপি নেতা কর্মীদের ওপর লাঠিপেটা করে। পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি ও লাঠিপটায় পুলিশসহ ৩৪ জন নেতা কর্মী আহত হন।পরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আব্দুস সালাম বাতেন ও শেখ রিয়াজ আহম্মেদ রানা প্রমুখ।জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, বিএনপির শান্তিপূর্ন পদযাত্রায় পুলিশ বাধা দেয়।

তারা ব্যানার, ফেষ্টুন ছিড়ে ফেলে এবং বিএনপি নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ জন নেতা-কর্মী আহত হয়। এছাড়া পুলিশ ঘটনাস্থল ও পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।

পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, বিএনপি হামলায় তিনি (ওসি)সহ পুলিশের ৯ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে আহত একজন এসআই ও একজন কনেষ্টবল হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ ১০ জনকে আটক করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পিরোজপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৩৪

পিরোজপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৩৪

মঙ্গলবার পিরোজপুরে জেলা বিএনপির পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়ায় তাদেরকে শহরে ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে যেতে দেওয়া হয়নি।

পরে নেতা কর্মীরা পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে ও শ্লোগান দেয়। একপর্যায়ে পুলিশ তাদের ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তি হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এসময় পুলিশ বিএনপি নেতা কর্মীদের ওপর লাঠিপেটা করে। পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি ও লাঠিপটায় পুলিশসহ ৩৪ জন নেতা কর্মী আহত হন।পরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আব্দুস সালাম বাতেন ও শেখ রিয়াজ আহম্মেদ রানা প্রমুখ।জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, বিএনপির শান্তিপূর্ন পদযাত্রায় পুলিশ বাধা দেয়।

তারা ব্যানার, ফেষ্টুন ছিড়ে ফেলে এবং বিএনপি নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ জন নেতা-কর্মী আহত হয়। এছাড়া পুলিশ ঘটনাস্থল ও পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।

পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, বিএনপি হামলায় তিনি (ওসি)সহ পুলিশের ৯ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে আহত একজন এসআই ও একজন কনেষ্টবল হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ ১০ জনকে আটক করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত