বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে ফুল দিয়ে বরণ, এসআই প্রত্যাহার

মো: নাঈম কাজী জেলা প্রতিনিধি, পিরোজপুর
বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে ফুল দিয়ে বরণ, এসআই প্রত্যাহার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দেওয়ার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার রাতে তাকে পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

প্রত্যাহার হওয়া এসআই মো. মজিবুল হক নেছারাবাদ থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারজানা আক্তারকে হারিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান। ফল ঘোষণার পর বিজয় মিছিলে মিজানুরের গলায় ফুলের মালা পরিয়ে দেন এসআই মজিবুল।

এ সময় অনেকে মুঠোফোনে এ দৃশ্যের ভিডিও ধারণ করে ও ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তারের পক্ষ থেকে বিষয়টি পিরোজপুরের পুলিশ সুপারকে জানানো হয়। এরপর ওই রাতে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান নেছারাবাদ থানা থেকে মজিবুল হককে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করেন।

আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার বলেন, এসআই মজিবুল হকসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ভোটের দিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমানের পক্ষে কাজ করেছেন। তাঁদের আচরণ ছিল গাজী মিজানুর রহমানের কর্মীদের মতো। ভোটের দিন আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা হলেও পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের অসহযোগিতা ও পক্ষপাতদুষ্ট আচরণের কারণে আমাকে হেরে যেতে হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে ফুল দিয়ে বরণ, এসআই প্রত্যাহার

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে ফুল দিয়ে বরণ, এসআই প্রত্যাহার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দেওয়ার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার রাতে তাকে পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

প্রত্যাহার হওয়া এসআই মো. মজিবুল হক নেছারাবাদ থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারজানা আক্তারকে হারিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান। ফল ঘোষণার পর বিজয় মিছিলে মিজানুরের গলায় ফুলের মালা পরিয়ে দেন এসআই মজিবুল।

এ সময় অনেকে মুঠোফোনে এ দৃশ্যের ভিডিও ধারণ করে ও ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তারের পক্ষ থেকে বিষয়টি পিরোজপুরের পুলিশ সুপারকে জানানো হয়। এরপর ওই রাতে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান নেছারাবাদ থানা থেকে মজিবুল হককে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করেন।

আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার বলেন, এসআই মজিবুল হকসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ভোটের দিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমানের পক্ষে কাজ করেছেন। তাঁদের আচরণ ছিল গাজী মিজানুর রহমানের কর্মীদের মতো। ভোটের দিন আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা হলেও পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের অসহযোগিতা ও পক্ষপাতদুষ্ট আচরণের কারণে আমাকে হেরে যেতে হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত