রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের মাটির রাস্তার ইটের সলিং কাজের উদ্বোধন করেছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি (এডিপি) র বাস্তবায়নে মাটির রাস্তার ইট সলিংয়ের কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাদব গৌর দাস বাবাজি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি পংকজ ভুষন চৌধুরী, ইউপি সদস্য বাপ্পী দেব, ইউপি সদস্য শিমুল দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রবীর দত্ত, আবাসিক হিন্দু পাড়া মগেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত, শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি হারাধন দাস, উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রঘুনাথ বিশ্বাস, দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিটন দত্ত, টিকাদান ফোরকান হোসেন মুন্না, সুমন দে, বিকাশ বিশ্বাস,অজয় দে, সুমন বড়ুয়া, বিপ্লব মৌলিক,বিশু মৌলিক, প্রমুখ।
উদ্ধোধনের সময় ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল সম্প্রদায়ের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারছে।
আমাদের সরকার জনকল্যানে নিরলস ভাবে কাজ করছে। এজন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জননেতা দীপংকর তালুকদারকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার আহ্বান জানান। এছাড়াও তিনি রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের রাস্তায় অসমাপ্ত কাজ সমাপ্ত করা ও দুটি কালভার্ট নির্মাণের আশ্বাস প্রদান করেন।