অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ঘোষণা করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যানের নাম।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রদীপ চাকমা।
সোমবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে এই নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুপ্রদীপ চাকমা মেক্সিকো ও ভিয়েতনামের রাষ্ট্রদূতসহ মরক্কো, কলম্বো, ব্রাসেলস এবং আঙ্কারায় বাংলাদেশের দূতাবাসে বিভিন্ন পর্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যয়ন করেন। সুপ্রদীপ চাকমা নিজে তার নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান।
উলেখ যে, ২০২১ সালে দুই বছরের জন্য নিখিল কুমার চাকমাকে নিয়োগ দেয়া হয়েছিলো। তার মেয়াদ এই বছরের ৭ জুলাই শেষ হয়।