বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি চেয়ে পায়নি আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পেয়ে বৃহস্পতিবারের (২৭ জুলাই) কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়াম মাঠে আয়োজনের কথা ভাবছে তারা।
আরও পড়ুন- নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বিএনপিকে গোলাপবাগে সমাবেশের পরামর্শ পুলিশের
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বুধবার বিকেলে ঢাকা ট্রিবিউনকে জানান, শেষ পর্যন্ত আমরা ঢাবি জিমনেসিয়ামের মাঠে আগামীকাল সমাবেশ করার অনুমতি চেয়েছি।
তবে সেখানে সমাবেশের অনুমতি মিলেছে কি-না সে বিষয়ে আফজালুর রহমান কিছু জানাননি।