‘হুমকি’ থাকলেও পাকিস্তানেই থাকবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
‘হুমকি’ থাকলেও পাকিস্তানেই থাকবেন ইমরান খান
ইমরান খান

প্রাণনাশের হুমকি থাকলেও পাকিস্তান ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

দেশে থেকেই সব মামলা লড়বেন বলে জানিয়েছেন তিনি। যদিও বিদেশে থাকা ইমরানের শুভাকাঙ্খীরা তাকে পাকিস্তান ছাড়তে বলছেন।

“আমি কোনও চুরি কিংবা অপরাধ করিনি। আমি কেন পাকিস্তান ছাড়ব?,” বলেন তিনি।

বুধবার লাহোরে জামান পার্কের বাড়ি থেকে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, তার শুভাকাঙ্খীরা তাকে ফোন করে বলেছেন, পাকিস্তানের এসটাবলিশমেন্ট এবং সব রাজনৈতিক দল তার বিরুদ্ধে এবং তারা ইতোমধ্যেই গোটা পিটিআই-কে ‘বন্দি’ করে ফেলেছে।

তিনি বলেন, “আমি এখানে একা দাঁড়িয়ে আছি। কারণ, মহান আল্লাহতায়ালার ওপর আমার বিশ্বাস আছে।”

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে ইমরান,তার স্ত্রী এবং তার অনেক রাজনৈতিক সহযোগীর বিদেশ যাত্রার ওপর বিধিনিষেধ আরোপ করেছিল সরকার।

ইমরান খান বলেন, তার বিরুদ্ধে আরও ছয়টি এফআইআর দায়ের হয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১৮০টি মামলা রয়েছে। এসব ‘মিথ্যা’ মামলায় তিনি এক আদালত থেকে অন্য আদালতে ছুটে বেড়াচ্ছেন।

বিশ্বের কোনও দেশে ৬ মাসে একজনের বিরুদ্ধে ১৮০টি মামলা হয়েছে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন ইমরান।

ইমরান বলেন, তিনি যখন দেখেছেন, একদিনে তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা হয়েছে, তখন তিনিও অবাক হয়েছেন। একজন ঘোর অপরাধীও একদিনে ১৫ টি অপরাধ করতে পারে কিনা সে প্রশ্ন তুলেছেন ইমরান।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘হুমকি’ থাকলেও পাকিস্তানেই থাকবেন ইমরান খান

‘হুমকি’ থাকলেও পাকিস্তানেই থাকবেন ইমরান খান
ইমরান খান

প্রাণনাশের হুমকি থাকলেও পাকিস্তান ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

দেশে থেকেই সব মামলা লড়বেন বলে জানিয়েছেন তিনি। যদিও বিদেশে থাকা ইমরানের শুভাকাঙ্খীরা তাকে পাকিস্তান ছাড়তে বলছেন।

“আমি কোনও চুরি কিংবা অপরাধ করিনি। আমি কেন পাকিস্তান ছাড়ব?,” বলেন তিনি।

বুধবার লাহোরে জামান পার্কের বাড়ি থেকে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, তার শুভাকাঙ্খীরা তাকে ফোন করে বলেছেন, পাকিস্তানের এসটাবলিশমেন্ট এবং সব রাজনৈতিক দল তার বিরুদ্ধে এবং তারা ইতোমধ্যেই গোটা পিটিআই-কে ‘বন্দি’ করে ফেলেছে।

তিনি বলেন, “আমি এখানে একা দাঁড়িয়ে আছি। কারণ, মহান আল্লাহতায়ালার ওপর আমার বিশ্বাস আছে।”

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে ইমরান,তার স্ত্রী এবং তার অনেক রাজনৈতিক সহযোগীর বিদেশ যাত্রার ওপর বিধিনিষেধ আরোপ করেছিল সরকার।

ইমরান খান বলেন, তার বিরুদ্ধে আরও ছয়টি এফআইআর দায়ের হয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১৮০টি মামলা রয়েছে। এসব ‘মিথ্যা’ মামলায় তিনি এক আদালত থেকে অন্য আদালতে ছুটে বেড়াচ্ছেন।

বিশ্বের কোনও দেশে ৬ মাসে একজনের বিরুদ্ধে ১৮০টি মামলা হয়েছে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন ইমরান।

ইমরান বলেন, তিনি যখন দেখেছেন, একদিনে তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা হয়েছে, তখন তিনিও অবাক হয়েছেন। একজন ঘোর অপরাধীও একদিনে ১৫ টি অপরাধ করতে পারে কিনা সে প্রশ্ন তুলেছেন ইমরান।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত