সকালে রাবার বুলেট, দুপুরে ডিবি কার্যালয়ে গয়েশ্বরের ভূরিভোজ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
সকালে রাবার বুলেট, দুপুরে ডিবি কার্যালয়ে গয়েশ্বরের ভূরিভোজ

ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি থেকে হেফাজতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রাবার বুলেটর আঘাতে আহত হন গয়েশ্বর। সেখানে থেকেই তাকে ফেফাজতে নেয় পুলিশ।

জানা গেছে, সেখান থেকে গাড়িতে করে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। তবে বিকাল হতে না হতেই বিএনপির এই নেতাকে দলীয় কার্যালয়ে নিজেদের গাড়িতে করে নামিয়ে দিয়ে যান ডিবির কর্মকর্তারা।

এর আগে ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নিতেও দেখা গেছে গয়েশ্বর চন্দ্র রায়কে।

মধ্যাহ্নভোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমত ভাইরাল হয়ে যায়।

মধ্যাহ্নভোজ প্রসঙ্গে ডিবি প্রধান হারুন অর রশিদ অনলাইন সংবাদমা্ধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা ভিআইপি রাজনীতিবিদদের যে মর্যাদা, সেটা তাদের দিয়ে থাকি। গয়েশ্বর রায়কেও ধোলাইখাল থেকে সেভ করে ডিবি কার্যালয়ে এনেছি। তাকে দুপুরে আপ্যায়ন করানো হয়েছে। তারপর পুলিশের গাড়ি দিয়ে তাকে কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।”

তিনি বলেন “আপ্যায়নের এই ছবিই প্রমাণ করে ডিবিতে কখনও নির্যাতন করা হয় না।

এদিকে দলীয় কার্যালয়ে পৌঁছে সাংবাদিকের সঙ্গে আলাপকালে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সংঘর্ষের সময় আমার মাথা ফেটে গেছে, আমি রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেওয়া হয়েছিল। এখন অফিসে নামিয়ে দিয়ে গেল।”

শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, “ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।”

এর আগে, এদিন গাবতলীতে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া বিএনপি নেতা আমানুল্লাহ আমানের সঙ্গে হাসপাতালে দেখা করে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুস তুলে দেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সকালে রাবার বুলেট, দুপুরে ডিবি কার্যালয়ে গয়েশ্বরের ভূরিভোজ

সকালে রাবার বুলেট, দুপুরে ডিবি কার্যালয়ে গয়েশ্বরের ভূরিভোজ

ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি থেকে হেফাজতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রাবার বুলেটর আঘাতে আহত হন গয়েশ্বর। সেখানে থেকেই তাকে ফেফাজতে নেয় পুলিশ।

জানা গেছে, সেখান থেকে গাড়িতে করে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। তবে বিকাল হতে না হতেই বিএনপির এই নেতাকে দলীয় কার্যালয়ে নিজেদের গাড়িতে করে নামিয়ে দিয়ে যান ডিবির কর্মকর্তারা।

এর আগে ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নিতেও দেখা গেছে গয়েশ্বর চন্দ্র রায়কে।

মধ্যাহ্নভোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমত ভাইরাল হয়ে যায়।

মধ্যাহ্নভোজ প্রসঙ্গে ডিবি প্রধান হারুন অর রশিদ অনলাইন সংবাদমা্ধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা ভিআইপি রাজনীতিবিদদের যে মর্যাদা, সেটা তাদের দিয়ে থাকি। গয়েশ্বর রায়কেও ধোলাইখাল থেকে সেভ করে ডিবি কার্যালয়ে এনেছি। তাকে দুপুরে আপ্যায়ন করানো হয়েছে। তারপর পুলিশের গাড়ি দিয়ে তাকে কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।”

তিনি বলেন “আপ্যায়নের এই ছবিই প্রমাণ করে ডিবিতে কখনও নির্যাতন করা হয় না।

এদিকে দলীয় কার্যালয়ে পৌঁছে সাংবাদিকের সঙ্গে আলাপকালে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সংঘর্ষের সময় আমার মাথা ফেটে গেছে, আমি রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেওয়া হয়েছিল। এখন অফিসে নামিয়ে দিয়ে গেল।”

শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, “ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।”

এর আগে, এদিন গাবতলীতে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া বিএনপি নেতা আমানুল্লাহ আমানের সঙ্গে হাসপাতালে দেখা করে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুস তুলে দেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত