কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন আজ। ৪৩ শতক জমির উপর ১৪ কোটি ৭১ লক্ষ ৫৪ হাজার টাকায় নির্মিত হচ্ছে এই মডেল মসজিদ যার নীচতলায় হবে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র।
আজ রোববার (৩০ জুলাই) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সদর উপজেলা প্রশাসন।
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের অংশ হিসেবে ৫ম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সকাল ১০ টায় গনভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার সদর উপজেলা প্রান্তে যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে সদর উপজেলা মসজিদের নীচতলা।
এসময় সদর উপজেলা ছাড়াও খুলনার ফুলতলায় সরাসরি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী।
দেশের সব উপজেলা আর জেলা শহরের একটি করে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার।