কক্সবাজারের উখিয়ায় ৫ কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকার ত্রিস্টাল মেথ (আইস) রেখে পালিয়েছে পাচারকারীরা। পরে এসব মাদক উদ্ধার করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা। এসময় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১ আগস্ট) মধ্যরাত ১ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি জানান- ‘বড় একটি ত্রিস্টাল মেথের (আইস) চালান নিয়ে কিছু মাদক কারবারি মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদ পেয়ে এই চালান আটকাতে পালংখালীর নলবুনিয়া এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে বিজিবির সদস্যরা। পরে মঙ্গলবার মধ্যরাত আনুমানিক ১ টার দিকে কিছু মাদক চোরাকারবারী সীমান্ত দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশে আসতে দেখেলে তাদের কে ধরার চেষ্টা করে বিজিবি। এসময় চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১.০৪৫ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয় বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।