তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে এই প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশে রংপুরের সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের অনেক দিয়েছেন; আমাদের আর চাওয়ার কিছু নেই। আমরা চাই তিস্তা মেগা প্রকল্প এখনই হাতে নেওয়া হোক।”
ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি দীর্ঘদিনের। এ নিয়ে অনেকবার দুই দেশ নানা সিদ্ধান্ত নিলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় তা বাস্তবায়ন করা হয়নি। এর ফলে তিস্তা নদী জনপদে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বছরের অন্য সময়ে পানি না পেলেও বর্ষায় বন্যার ক্ষতির মুখে পড়তে হয়। কৃষি কাজও ব্যাহত হচ্ছে।
পানির ন্যায্য অধিকার না পাওয়ায় তিস্তা নদীকে ঘিরে সরকার চীনা অর্থায়নে দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনার একটি প্রকল্প গ্রহণ করে যা, তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। তবে ভারত সরকারের বিরোধিতার মুখে এই পরিকল্পনাও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন তিস্তা জনপদের মানুষ নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশগত ও কৃষি অর্থনীতি বিষয়ে কিছু ঝুঁকির আশঙ্কা রয়েছে। তবে আদতে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে এটি বাস্তবায়ন এখন সময়ের দাবি।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে এবার রংপুরে দলের সমাবেশে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী।
এর আগে একই সমাবেশে তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে গঙ্গা নদীর পানি পেয়েছি, তার নেতৃত্বেই তিস্তার পানির ভাগ পাবো।”