বরগুনা সদর উপজেলার গুদিঘাটা গ্রামে এক নারীকে ধর্ষণে বাঁধা দেওয়ায় দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত দুই শিশুর হলো: হাফিজুর (১৩) ও তাইফা (৩)।
জানা যায়, গভীর রাতে শ্যালিকাকে (৩০) ধর্ষণের মতলবে তার ঘরে যান ইলিয়াস। কিন্তু তাতে বাধা দিলে শ্যালিকাকে এবং তার মেয়ে তাইফা ও প্রতিবেশী হাফিজুরকে কুপিয়ে জখম করেন তিনি। এতে ঘটনাস্থলেই হাফিজুর মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তাইফা। আহত নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্তকে আটক করা হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন , এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াসকে (৩০) আটক করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র বলছে, দাম্পত্য কলহের জেরে ইলিয়াসের নামে তার স্ত্রী মামলা করেছেন। এতে তাকে সহায়তা করেছেন তাইফার মা। এতে ক্ষুব্ধ হয়ে এমন কাজ করেছেন ইলিয়াস।