জাবিতে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন নিউজ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

,
জাবিতে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন নিউজ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১ যুগ পূর্তি উপলক্ষে শুরু হওয়া তিন মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন নিউজ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ( ৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪১৭ নাম্বার কক্ষে এই সেমিনার শুরু হয়।

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, নিউজ টুয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, চ্যানেল আইয়ের ( অনলাইন) সম্পাদক জাহিদ নেওয়াজ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া।

নিউজ টুয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা বলেন, ‘আমরা যখন শুরুর দিকে সাংবাদিকতা করতাম তখন সারা দিন নিউজ সংগ্রহ করে সন্ধ্যার দিকে অফিসে পাঠিয়ে দিতাম এবং এনালগ ফোনোর মাধ্যমে চলমান ঘটনার আপডেট দিতাম, এরপরে আমরা ক্যাবলের মাধ্যমে লাইভ করা শুরু করি। ক্যাবল জগত থেকে বের হয়ে ইন্টারনেটের মাধ্যমে আমরা লাইভ করা শুরু করলাম যার ফলে তাৎক্ষণিকভাবে সংবাদ প্রকাশ করা সম্ভব হয়। এই সবকিছুই ডিজিটালাইজেশনের ফলে হয়েছে৷ ডিজিটাইলেজশনের কারণে আমরা এখন সময়ের নিউজ সময়ে প্রকাশ করতে পারি। যার ফলে চারদিকে প্রতিযোগিতা বেড়ে গেছে। এই ধারা চলমান থাকলে অদূর ভবিষ্যতে গণমাধ্যম কেন্দ্রিক প্রতিযোগিতা আরো বৃদ্ধি পাবে।’

সাংবাদিকতায় এই ডিজিটালাইজেশনের ফলে অদূর ভবিষ্যতে কি কি সম্ভাবনা বা সমস্যা হতে পারে সে প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, ” আজ থেকে কয়েক বছর পর মানুষের যে বিবর্তন ঘটছে তাতে হয়তো মোবাইল ফোনের মতো প্রযুক্তি থাকবে না, তখন হয়তো আরো অত্যাধুনিক প্রযুক্তি আসবে৷ তখন নিউজ কনজিউমারদের ধরনও বদলে যাবে। আগমীতে ডিজিটাল ট্রান্সফোরমেশনের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এখন আর মানুষ পত্রিকা পড়ে না, এমনকি নিউজের অনলাইন ভার্সনেও অনেকে ভিজিট করছে না, বেশিরভাগ এখন ফেসবুকের মাধ্যমে সংবাদ জানতে পারছে। তাই এক্ষেত্রে সুবিধা থাকলেও এখানে চ্যালেঞ্জ অনেক। সাংবাদিকদের প্রযুক্তি জানা যেমন দরকার তেমনি সুসাংবাদিকতা করাও দরকার। এমনটা করতে পারলেই সাংবাদিকরা ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ভালো কিছু করতে পারবে। “

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাবিতে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন নিউজ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন নিউজ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১ যুগ পূর্তি উপলক্ষে শুরু হওয়া তিন মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন নিউজ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ( ৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪১৭ নাম্বার কক্ষে এই সেমিনার শুরু হয়।

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, নিউজ টুয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, চ্যানেল আইয়ের ( অনলাইন) সম্পাদক জাহিদ নেওয়াজ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া।

নিউজ টুয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা বলেন, ‘আমরা যখন শুরুর দিকে সাংবাদিকতা করতাম তখন সারা দিন নিউজ সংগ্রহ করে সন্ধ্যার দিকে অফিসে পাঠিয়ে দিতাম এবং এনালগ ফোনোর মাধ্যমে চলমান ঘটনার আপডেট দিতাম, এরপরে আমরা ক্যাবলের মাধ্যমে লাইভ করা শুরু করি। ক্যাবল জগত থেকে বের হয়ে ইন্টারনেটের মাধ্যমে আমরা লাইভ করা শুরু করলাম যার ফলে তাৎক্ষণিকভাবে সংবাদ প্রকাশ করা সম্ভব হয়। এই সবকিছুই ডিজিটালাইজেশনের ফলে হয়েছে৷ ডিজিটাইলেজশনের কারণে আমরা এখন সময়ের নিউজ সময়ে প্রকাশ করতে পারি। যার ফলে চারদিকে প্রতিযোগিতা বেড়ে গেছে। এই ধারা চলমান থাকলে অদূর ভবিষ্যতে গণমাধ্যম কেন্দ্রিক প্রতিযোগিতা আরো বৃদ্ধি পাবে।’

সাংবাদিকতায় এই ডিজিটালাইজেশনের ফলে অদূর ভবিষ্যতে কি কি সম্ভাবনা বা সমস্যা হতে পারে সে প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, ” আজ থেকে কয়েক বছর পর মানুষের যে বিবর্তন ঘটছে তাতে হয়তো মোবাইল ফোনের মতো প্রযুক্তি থাকবে না, তখন হয়তো আরো অত্যাধুনিক প্রযুক্তি আসবে৷ তখন নিউজ কনজিউমারদের ধরনও বদলে যাবে। আগমীতে ডিজিটাল ট্রান্সফোরমেশনের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এখন আর মানুষ পত্রিকা পড়ে না, এমনকি নিউজের অনলাইন ভার্সনেও অনেকে ভিজিট করছে না, বেশিরভাগ এখন ফেসবুকের মাধ্যমে সংবাদ জানতে পারছে। তাই এক্ষেত্রে সুবিধা থাকলেও এখানে চ্যালেঞ্জ অনেক। সাংবাদিকদের প্রযুক্তি জানা যেমন দরকার তেমনি সুসাংবাদিকতা করাও দরকার। এমনটা করতে পারলেই সাংবাদিকরা ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ভালো কিছু করতে পারবে। “

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত