আ.লীগের প্রতিনিধিদলের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
আ.লীগের প্রতিনিধিদলের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক
বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদল

বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা এবং জেনারেল সেক্রেটারি বিনোদ তড়।

সোমবার (৭ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের প্রতিনিধিদলের সঙ্গে পৃথকভাবে তারা বৈঠকে অংশ নেন।

ভারত সফররত আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।

বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে তার সাথে বৈঠক করেন আওয়ামী লীগের প্রতিনিধিদল। পরে বিজেপির সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সাথে আলোচনায় মিলিত হন।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে বলে জানা গেছে।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দেশটিতে সফরে আছেন আওয়ামী লীগের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল। রোববার বিকাল ৫টায় প্রতিনিধি দলের সদস্যরা দিল্লির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আ.লীগের প্রতিনিধিদলের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক

আ.লীগের প্রতিনিধিদলের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক
বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদল

বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা এবং জেনারেল সেক্রেটারি বিনোদ তড়।

সোমবার (৭ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের প্রতিনিধিদলের সঙ্গে পৃথকভাবে তারা বৈঠকে অংশ নেন।

ভারত সফররত আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।

বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে তার সাথে বৈঠক করেন আওয়ামী লীগের প্রতিনিধিদল। পরে বিজেপির সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সাথে আলোচনায় মিলিত হন।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে বলে জানা গেছে।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দেশটিতে সফরে আছেন আওয়ামী লীগের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল। রোববার বিকাল ৫টায় প্রতিনিধি দলের সদস্যরা দিল্লির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত